ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী কে এই মিখাইল মিশুস্তিন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/01/2020


Thumbnail

রাশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারি কর্মকর্তা মিখাইল মিশুস্তিন। প্রধানমন্ত্রীর পদ থেকে দিমিত্রি মেদভেদেভের পদত্যাগের পর দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মিশুস্তিনের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

৫৩ বছর বয়সী মিশুস্তিন রাশিয়ার কর বিভাগের প্রধান। ১৯৯৯ সাল থেকে সরকারী কর্মকর্তা হিসেবে কাজ করে আসছেন তিনি। ২০১০ সালে তিনি ফেডারেল ট্যাক্স সার্ভিসের প্রধানের দায়িত্ব নেন।

দিমিত্রি মেদভেদেভ যেমন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, মিশুস্তিনও ঠিক তেমনটাই বলে জানা গেছে। ১৯৯৯ সালে পুতিন যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পান, ঠিক সেই বছরেই সরকারি চাকরিতে প্রবেশ করেন মিশুস্তিন। এরপর ধীরে ধীরে পুতিনের সঙ্গে তার আস্থার সম্পর্ক গড়ে উঠেছে।

উল্লেখ্য যে, গতকাল বুধবার পুতিন দেশটির সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব দেয়ার পর গোটা সরকার পদত্যাগ করে। পুতিনের মেয়াদ ২০২৪ সালে শেষ হতে যাচ্ছে। এরপরও তিনি যেন রাশিয়ার নেতৃত্বে থাকতে পারেন সেজন্যেই তিনি সংবিধান পরিবর্তনের পথে হাঁটছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭