ইনসাইড আর্টিকেল

বাংলাদেশের প্রথম শোক দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/01/2020


Thumbnail

১৯৭২ সালের ১৬ জানুয়ারি অর্থাৎ আজকের দিনে পালিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম শোক দিবস। একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিবসটি পালনের নির্দেশ দেন। বঙ্গবন্ধু তার ১১ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিসভার সব সদস্যকে নিয়ে বাহাত্তরের ১৩ জানুয়ারি বৈঠক করেন। সেখানেই ১৬ জানুয়ারি শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ. টি. ইমাম তার ‘বাংলাদেশ সরকার ১৯৭১-৭৫’ নামক বইয়ে সেই শোক দিবস পালন নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ’১৩ জানুয়ারির বৈঠকে মন্ত্রিসভার প্রত্যেক সদস্য উপস্থিত হন। ১৬ জানুয়ারি ’৭২ জাতীয় শোক দিবসে কালো ব্যাজ, ব্যান্ড ধারণ, সরকারি/বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা সম্বন্ধে সিদ্ধান্ত গৃহীত হয়।’

সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জানুয়ারি সারাদেশে পালিত হয় শোক দিবস। এইচ. টি. ইমাম তার বইয়ে প্রথম শোক দিবসের স্মৃতিচারণা করে লিখেছেন, ‘তিনি (বঙ্গবন্ধু) ১৬ জানুয়ারি অনুষ্ঠিত প্রথম জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বাস্তুহারাদের পুনর্বাসনে তার সরকারের জোরালো অঙ্গীকারের কথা ঘোষণা করেন।’

সূত্র: বাংলাদেশ সরকার ১৯৭১-৭৫ (এইচ. টি. ইমাম)

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭