ওয়ার্ল্ড ইনসাইড

সন্তান জন্ম দিলেই ছয় লাখ টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/01/2020


Thumbnail

সন্তান জন্ম দিলেই সেই দম্পতিকে দেওয়া হবে সাড়ে ছয় লাখ টাকা আর্থিক পুরস্কার। এমনটাই ঘোষণা দিয়েছেন বিশ্বের ক্ষমতাধর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

গতকাল বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, ‘জনসংখ্যার বৃদ্ধি স্থিতিশীল রাখা আমাদের ঐতিহাসিক দায়িত্ব। আর তাই এই রাশির ঘোষণা।’

এসময়ই সন্তান জন্ম দেওয়া নতুন মা-বাবার জন্য আর্থিক প্রণোদনার অঙ্গীকার করেন রুশ প্রেসিডেন্ট। তিনি জানান, প্রথম সন্তান জন্ম দেওয়ার জন্য মা-বাবারা এককালীন ৭ হাজার ৬০০ ডলার বা প্রায় সাড়ে ছয় লাখ টাকা পাবেন।

এর আগে, ২০০৭ সাল থেকে দ্বিতীয় সন্তান জন্মদানের জন্য মা-বাবাকে এই পরিমাণ টাকা দেওয়া হচ্ছে। পুতিন জানান, অন্তত ২০২৬ সাল পর্যন্ত এই প্রণোদনা দেওয়া হবে।

রাশিয়ায় এখন যে প্রজন্ম সন্তান জন্ম দিচ্ছে, তাদের নিজেদের জন্ম হয়েছিল গত শতকের নব্বইয়ের দশকে। ওই সময় আর্থিক মন্দার কারণে জন্মহার অনেকখানি কমে গিয়েছিল। তার প্রভাব এখন আবার পড়ছে।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭