ইনসাইড পলিটিক্স

আব্দুল মান্নান: গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব থেকে অপাংক্তেয় রাজনীতিবিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/01/2020


Thumbnail

পঁচাত্তর পরবর্তীতে আওয়ামী লীগের দুঃসময়ে দলের কাণ্ডারীদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুল মান্নান। তিনি দুঃসময়ে আওয়ামী লীগের হাল ধরেছিলেন। ১৯৮১ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার পর প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে যারা তার পাশে ছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন আব্দুল মান্নান।

পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের রাজনীতির একটা বিশেষত্ব ছিল যে, বগুড়া অঞ্চলে বিএনপির একাধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বগুড়ায় জাতির পিতার আদর্শের রাজনীতির সূচনা করেছিলেন আব্দুল মান্নান। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য যান। সেখানে তিনি ছাত্রলীগের নেতৃত্ব এবং সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন কৃষিবিদ হিসেবে তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ হন। আব্দুল মান্নান ছাত্রলীগের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। ছাত্র রাজনীতি শেষ করে তিনি জাতীয় রাজনীতিতে আসেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও নির্বাচিত হন।

আওয়ামী লীগে যাদেরকে ভবিষ্যতের নেতা মনে করা হতো তাদের মধ্যে আব্দুল মান্নান ছিলেন অন্যতম। কিন্তু ওয়ান ইলেভেনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। এক সময়ে তিনি সংস্কারপন্থী হিসেবে বিবেচিত হন। মূলত ওয়ান ইলেভেনের পর থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে তার অবস্থান দুর্বল হতে থাকে। সর্বশেষ তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েন। তার জায়গায় বগুড়ারই তরুণ শাখাওয়াত হোসেন শফিককে সাংগঠনিক সম্পাদক করা হয়। এতে আব্দুল মান্নানের রাজনৈতিক জীবন অনিশ্চয়তার মুখে পড়ে। এরমধ্যেই তিনি অসুস্থ হন এবং আজ তিনি মৃত্যুমুখে পতিত হলেন।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭