ইনসাইড গ্রাউন্ড

কতদিন পর পাকিস্তান সফরে যাবেন মুশফিক?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/01/2020


Thumbnail

শুক্রবার বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল শেষ হওয়ার পাকিস্তান সফরে যাওয়া নিয়ে মুশফিকুর রহিমের কাছে প্রশ্ন রেখেছিলেন সাংবাদিকরা। তবে পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহারে পারিবারিক শঙ্কার কথা জানিয়েছেন। তবে আগামী দুই বছরে পাকিস্তানের পরিস্থিতির উন্নতি হলে সেখানে যাওয়ার কথা ভাববেন বলেও মন্তব্য করেন তিনি

মুশফিক বলেন, ‘আমি ইতোমধ্যেই বলেছি, পাকিস্তান সফরে আমি যাব না। আমি অনেক আগেই এমন সিদ্বান্ত নিয়েছি এবং বোর্ডকে জানিয়েছি। এজন্য বোর্ডের কাছে আমি চিঠিও দিয়েছি। আমার পরিবার পাকিস্তান সফর নিয়ে চিন্তিত, তারা আমাকে যেতে দিতে চায় না। আমার পরিবার শঙ্কিত, এমন মানসিকতা নিয়ে সেখানে গিয়ে আমি খেলতে পারি না।’

তবে শুধুমাত্র জাতীয় দল থেকেই নয়, পাকিস্তান টি-টোয়েন্টি লিগ পিএসএলেও নিজের নাম দেননি বলে জানান মুশফিক। তিনি বলেন, ‘পিএসএল পুরোটা পাকিস্তানে হবে জেনে আমি ওই লিগে আমার নাম দিইনি। পরিবার এটির সাথে একমত হতে পারেনি।’

যদিও ভবিষ্যতে পাকিস্তান সফর করার ইচ্ছা পোষণ করেছেন মুশফিক। তবে আগামী দু’বছরে যদি সেখানকার পরিস্থিতি ভালো হয় বা আরও অন্যান্য দল সেখানে ক্রিকেট খেলে তবেই পাকিস্তানে যাবে তিনি। মুশফিক বলেন, ‘আমি একমত যে পাকিস্তানে পরিস্থিতি উন্নতি হয়েছে। যখন আমি দেখবো অন্যান্য দল সেখানে যাচ্ছে, তখন আমি আত্মবিশ্বাসী হয়ে উঠবো। আমি আগে পাকিস্তানে গিয়েছি, ক্রিকেট খেলার জন্য সেটি দারুণ জায়গা।’

এদিকে, শনিবার পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মুশফিকের ইচ্ছা অনুযায়ী সেখানে তার নাম রাখা হয়নি।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭