ইনসাইড বাংলাদেশ

‘আমিন’, ‘আমিন’, ধ্বনিতে মুখরিত তুরাগতীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/01/2020


Thumbnail

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব সম্পন্ন হয়েছে আজ। আজ রোববার সকাল ১১টা ৪৯ মিনিটে শুরু হয়ে ১২টা ৭ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত। হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা জামশেদ। এসময় ‘আমিন’, ‘আমিন’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান। 

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে লাখ লাখ নারী পুরুষ শরিক হন। সবার একটাই আশা, দোয়া কবুল হওয়া। এসময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা।

উল্লেখ্য, এ বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় ১০ জানুয়ারি। আর ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে মাওলানা জুবায়ের অনুসারিদের প্রথম পর্ব শেষ হয়। প্রথম পর্বে ৬৪টি জেলার মুসল্লিরা অংশ নেন। দ্বিতীয় পর্বের ইজতেমাতেও দিল্লির মাওলানা সা’দ অনুসারী ৬৪ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭