ইনসাইড গ্রাউন্ড

পাকিস্তানের বিপক্ষে যেমন হবে টাইগার একাদশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/01/2020


Thumbnail

ছয় ওপেনার আর পাঁচ পেসার নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে নতুন মুখ হাসান মাহমুদ। নিজের গতি দিয়েই বাজিমাত করেছেন এই তরুণ উদীয়মান পেসার। আরেক চমক মোহাম্মদ মিঠুন। বিপিএলে তাঁর দল সিলেট থান্ডারের ভরাডুবি ঘটলেও ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচেই প্রতিরোধ গড়েছেন এই ব্যাটসম্যান।

মিঠুনের অন্তর্ভুক্তির আরেক ইমরুলের বাদ পড়া। ক্যারিয়ারের সবথেকে ভালো বিপিএল পার করেও ইনজুরিতে বাদ পড়েছেন ইমরুল কায়েস। ফলে মিডল অর্ডারের শক্তি বাড়াতে আর অতিরিক্ত উইকেটকিপার হিসেবে পাকিস্তানের প্লেনে জায়গা হচ্ছে এই ক্রিকেটারের।

তবে সমস্যা হবে টপ অর্ডারে। পছন্দের স্থান ওপেনিংয়ে খেলার সুযোগ পাবেন দুজন। স্কোয়াডে থাকা বাকি চারজনের করতে হবে বিসর্জন। ওপেনিংয়ে অবশ্য দুজন নয়, একজন। সিনিয়র ক্রিকেটার তামিমের স্থান নির্দিষ্ট থাকায় অন্য একজনকে খেলতে হবে সাপোর্টিভ রোলে। ফলে এই বিপিএলে ওপেনিংয়ে রান পাওয়া লিটন-আফিফ কিংবা শান্তদের মতো ক্রিকেটারদের নেমে আসতে হবে মিডল অর্ডারে।  

ওপেনিংয়ে তামিম ইকবাল নিশ্চিত। তাঁর সাথে ইনিংসের সূচনা কে করবেন সেটা বিশাল রহস্য। স্কোয়াডে থাকা ছয় ওপেনারের মধ্যে চারজনই বাঁহাতি। একমাত্র ডানহাতি ওপেনার নাঈম শেখ। তামিমের সঙ্গে তাই ইনিংসের সূচনায় দেখা যেতে পারে এই ব্যাটসম্যানকে। সম্প্রতি ভারত সফরের পারফরমেন্স আর বিপিএলে পাওয়ার হিটিংয়ের সামর্থ্যই তাকে এগিয়ে রাখবে।

দুই ওপেনারের পর তিন নম্বরে দেখা যেতে পারে মাহাদি হাসানকে। সবশেষ বিপিএলে ব্যাট হাতে নিজ সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই স্পিনিং অলরাউন্ডার। পাওয়ারপ্লেতে বড় শট খেলা মাহাদি টাইগারদের ট্রাম্প কার্ডে পরিণত হতে পারেন। তবে কোচের ভরসা হলে মাহাদির স্থানে আসতে পারেন আমিনুল ইসলাম বিপ্লব। আক্রমণে লেগ স্পিনের বিষ আনতেই খেলানো হতে পারে বিপ্লবকে।

মাহাদি সুযোগ পেলে চার নম্বরে আসবেন লিটন কুমার দাস। চলতি বিপিএলে দুর্দান্ত সময় পার করেছেন এই ওপেনার। প্রায় সাড়ে চারশর উপর রান করে সংকেত দিয়েছেন পরিণত হওয়ার। পাঁচ নম্বরে আসবেন আফিফ। ছয়ে মাহামুদউল্লাহ্‌ এবং সাতে সৌম্য সরকার। বিপ্লবের বদলে বাড়তি ব্যাটসম্যান খেলালে মোহাম্মদ মিঠুন আসবেন আটে।  

এরপর বাকি থাকবে তিন পেসার। অবশ্য প্রতিপক্ষকে চমক দিতে একাদশে দেখা যেতে পারে হাসান মাহমুদকে। সাথে অন্য দুই পেসার হিসেবে থাকবেন মুস্তাফিজ এবং রুবেল। ২০ উইকেট নিয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন মুস্তাফিজুর রহমান। সম্প্রতি অফফর্মে থাকলেও বিপিএলেই ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। আরেক অভিজ্ঞ পেসার রুবেল হোসেনও নিয়েছেন সমান ২০ উইকেট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, নাঈম শেখ, মাহাদি হাসান/ আমিনুল ইসলাম, লিটন দাস, মাহামুদউল্লাহ্‌ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, হাসান মাহমুদ/ শফিউল ইসলাম।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭