ইনসাইড বাংলাদেশ

মন খারাপ করে তাপসকে খোকনের সমর্থন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/01/2020


Thumbnail

‘এবার মনোনয়ন না পাওয়ায় তিনি মনে কষ্ট পেয়েছেন, এটা স্বাভাবিক। তিনিও তো দল করেন। তবে কষ্ট পেলেও সাঈদ খোকন আমার পক্ষে আছেন। তিনি আমাকে সমর্থন দিয়েছেন।’ জানালেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। 

আচরণবিধির কারণেই মেয়র সাঈদ খোকন নির্বাচনী প্রচারে নামছেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

পুরান ঢাকার রায়সাহেব বাজারে ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শেখ ফজলে নূর। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়নি। নির্বাচনের নামে তারা আন্দোলনের কর্মসূচি বেগবান করতে চাচ্ছে। তাদের নেত্রী খালেদা জিয়াকে রক্ষা করার জন্য আন্দোলন করছে। কিন্তু আমরা উন্নত ঢাকা গড়ার লক্ষ্য নিয়ে নির্বাচন করছি।’

আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে জানিয়ে শেখ ফজলে নূর বলেন, ‘আমাদের কাছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত ঢাকা গড়ে তুলতে পাঁচটি লক্ষ্য সামনে রেখে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। প্রতিটি জায়গায় নগরবাসীর কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। ঢাকার মানুষ পয়লা ফেব্রুয়ারির অপেক্ষায় রয়েছে। পয়লা ফেব্রুয়ারি সারা দিন তারা নৌকার পক্ষে রায় দেবে। নৌকার বিজয় হলে নব সূচনা হবে। আর সেই নব সূচনার মধ্য দিয়ে শুরু হবে নবযাত্রা।’

আজ মঙ্গলবার দুপুরে রায়সাহেব বাজারের পথসভার মধ্য দিয়ে দ্বাদশ দিনের নির্বাচনী প্রচার শুরু করেন শেখ ফজলে নূর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম, পারভীন জামান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ। পথসভায় বক্তব্য শেষে সূত্রাপুর ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে প্রচারপত্র বিলি করেন তিনি। পরে বিকেলে ইসলামপুরের মূল সড়কে ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এক পথসভায় যোগ দেন তাপস। এতে সভাপতিত্ব করেন বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি সামসুল আলম। এ পথসভায়ও ছোট ছোট মিছিল নিয়ে কয়েক হাজার স্থানীয় ব্যবসায়ী ও নেতা-কর্মী যোগ দেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭