ইনসাইড বাংলাদেশ

তদন্তে ৪৮ ঘন্টা সময় নিয়েছে ইসি: তাবিথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/01/2020


Thumbnail

গতকাল মঙ্গলবার রাজধানীর গাবতলীতে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনা তদন্তে নির্বাচন কমিশন ৪৮ ঘন্টা সময় নিয়েছে। এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ।

আজ বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্প থেকে গণসংযোগ শুরুর আগে এক পথসভায় তিনি এ কথা জানান।

তাবিথ বলেন, ‘গতকাল আমার প্রচারণায় হামলা হয়েছে। অনেকে আহত হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা তদন্ত কমিটি গঠন করেছেন। ৪৮ ঘণ্টা সময় নিয়েছেন। আমরা অপেক্ষা করছি, আমরা দেখতে চাই তারা কী পদক্ষেপ নেয়।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের উচিত ছিল আগে থেকেই অ্যাকটিভ হওয়া। একজন ম্যাজিস্ট্রেটকে সঙ্গে রাখা।’

গাওয়াইর কাজীবাড়ী হয়ে দক্ষিণ খান বাজারে পথসভায় যোগ দেন বিএনপির প্রার্থী তাবিথ। এ সময় তার সঙ্গে গণসংযোগে ছিল স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন শাবু, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ আরো অনেকে।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭