ওয়ার্ল্ড ইনসাইড

দুর্নীতিতে কোন দেশের অবস্থান কোথায়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/01/2020


Thumbnail

বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) আজ ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০১৯’ প্রকাশ করেছে। এই সূচকে বাংলাদেশের অবস্থান ১৪ তম। স্কোর ২৬। ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত টানা পাঁচ বছর এই সূচকে বাংলাদেশ ছিল এক নম্বরে। সেই এখন আর নেই। কিন্তু বর্তমানে কোন দেশগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে, কোন দেশগুলোই বা দুর্নীতিমুক্ত, আর শক্তিধর দেশগুলোই বা কোথায় আছে সেটাই একবার দেখে নেওয়া যাক-

শীর্ষ ১০ দুর্নীতির দেশ

সোমালিয়া - টিআই এর মতে, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। টিআই’র করাপশন পারসেপশন ইনডেক্স-২০১৯ অনুযায়ী ৯ পয়েন্ট নিয়ে উপর থেকে ১৮০ এবং নিম্ন ক্রম থেকে প্রথম স্থান অধিকার করেছে সোমালিয়া।

দক্ষিণ সুদান - দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ সুদান। দেশটির স্কোর ১২।

সিরিয়া- ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সিরিয়া

ইয়েমেন- ইয়েমেনের অবস্থান চতুর্থ । স্কোর ১৫।

ভেনিজুয়েলা- ১৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভেনিজুয়েলা।

সুদান- সুদানের আছে ষষ্ঠ স্থানে। তাদেরও স্কোর ১৬।

ইকুয়াটরিয়াল গুয়েনা- সপ্তম ইকুয়াটরিয়াল গুয়েনা। স্কোর ১৬।

অফগানিস্তান- অফগানিস্তানেরও স্কোর ১৬। তারা আছে তালিকার অষ্টম অবস্থানে।

উত্তর কোরিয়া- ১৭ স্কোর নিয়ে উত্তর কোরিয়া নবম।

লিবিয়া- ১৮ স্কোর নিয়ে লিবিয়া দশম স্থানে রয়েছে।

সবচেয়ে কম দুর্নীতির দেশ

ডেনমার্ক ও নিউজিল্যান্ড- সূচকে ৮৭ স্কোর পেয়ে কম দুনীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড।

ফিনল্যান্ড- ৮৬ স্কোর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড।

সিঙ্গাপুর, সুইডেন ও সুইজারল্যান্ড- তৃতীয় স্থানে ৮৫ স্কোর নিয়ে যৌথভাবে রয়েছে সিঙ্গাপুর, সুইডেন ও সুইজারল্যান্ড। 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান কোথায়?

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় আফগানিস্তানে।

ভারত- ভারতের স্কোর ৪১। ১৮০ দেশের মধ্যে নিম্ন ক্রম অনুয়ায়ী দেশটির অবস্থান ৮০তম।

পাকিস্তান- ৩২ স্কোর নিয়ে পাকিস্তান আছে ১২০ তম স্থানে। 

মিয়ানমার- ২৯ পয়েন্ট নিয়ে মিয়ানমারের অবস্থান ১৩০।  

নেপাল- ৩৪ স্কোর নিয়ে ১১৩ তম স্থানে আছে নেপাল। 

ভূটান- দক্ষিণ এশিয়ায় সব চেয়ে ভালো অবস্থানে আছে ভূটান। ৬৮ স্কোর নিতে ২৫ তম অবস্থানে আছে এই দেশটি। 

সম্পূর্ণ সূচকটি দেখতে এখানে ক্লিক করুন...

বাংলা ইনসাইডার/এএইচসি

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭