ইনসাইড বাংলাদেশ

এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/01/2020


Thumbnail

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম অগ্রভুলোটের হানিফুর রহমান খোকা (৩২) নামের এক গরুর রাখাল ভারতের বন্যাবাড়ীয়া ক্যাম্পের বি এস এফ সদস্যরা পিটিয়ে হত্যা করেছে বলে নিহতের পরিবারের দাবি। নিহত হানেফ আলী ঐ গ্রামের শাজাহান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, হানেফ আলী মঙ্গলবার রাতে বাড়ী থেকে রাগারাগি করে সীমান্ত অতিক্রম করার সময় ভারতের বন্যাবাড়ীয়া সীমান্তে বি এস এফ এর হাতে ধরাপড়ে। বি এস এফ এর বেধড়ক পিটুনিতে হানেফ আলী অসুস্থ্য হয়ে পড়লে তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহী জানান, সে নেশা গ্রস্থ অবস্থায় ভারতীয় সিমান্ত অতিক্রম করছিলো এসময় বিএসএফের কাছে আটক হয়। তার কাছে ওয়্যার কাটার মেশিন পাওয়া গেছে। পরে তাকে বনঁগা হাসপাতালে ভর্তি করলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফের সাথে পতকা বৈঠক করা হয়েছে। যতদ্রুত সম্ভব নিহতের মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭