কালার ইনসাইড

কী চলছে কঙ্গনার ‘পাঙ্গা’য়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/01/2020


Thumbnail

আজ রিলিজ হয়েছে কঙ্গনা রানাওত অভিনীত ‘পাঙ্গা’। ভারতের বিভিন্ন এন্টারনমেন্ট সাইট এবং ক্রিটিক্সের এই মুভির রিভিউ/রেটিং:-

১। টাইমস অফ ইন্ডিয়া: ৪/৫

২। মিড-ডে: ৩.৫/৫

৩। পিপীংমুন: ৩.৫/৫

৪। স্পটবয়: ৪/৫

৫। বলিউড লাইফ: ৩.৫/৫

৬। লেটেস্টলি: ৪.৫/৫

৭। বলিউড হাঙ্গামা: ৩/৫

৮। বক্স অফিস ইন্ডিয়া: ৪/৫

৯। বলিউড বাবল: ৩.৫/৫

১০। তারান আদার্শ: ৩.৫/৫

১১। টাইমস নাও: ৪/৫

১২। ফিল্মিকারি: ৪.৫/৫

১৩। কইমই: ৩/৫

১৪। স্ক্রল.ইন: ৩.৫/৫

১৫। এনডিটিভি: ৩.৫/৫

অভিনয়ে: কঙ্গনা রানাওত, জাসসি গিল, রিচা চাড্ডা, নীনা গুপ্তা।

পরিচালনায়: আশ্বিনী আইয়ার তিওয়ারি। এর আগে তিনি ‘নীল বাট্টে সান্নাতা’ ও ‘বারেলি কি বারফি’র মত সিনেমা পরিচালনা করেছেন। 

*ক্রিটিক্স রিভিউ সুপার পজিটিভ। অডিয়েন্স রিভিউ দুর্দান্ত।

*ডোমেস্টিক স্ক্রিন কাউন্ট: ১৪৫০। ওভারসীজ: ৪৫০।

*মুভির আনুমানিক বাজেট ২৫ কোটি।

*ক্ল্যাশ হওয়ার কারণে, প্রথমদিনের কালেকশন ৫ কোটির রেঞ্জে থাকতে পারে।

*বক্স অফিসে ‘তানহাজি’ এখনো ভালো ব্যাবসা করে যাচ্ছে। তৃতীয় সপ্তাহেও ১০০০ এর মত স্ক্রিন ধরে রাখতে সক্ষম হয়েছে মুভিটা। অপরদিকে, আজকে রিলিজ হওয়া ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ৩৭০০ এর মত স্ক্রিন নিয়ে নিয়েছে। তবে, ওয়ার্ড অফ মাউথ ভালো হওয়ার কারণে ‘পাঙ্গা’ এর ভালো ব্যাবসা করার সুযোগ রয়েছে।

*মর্নিং অকুপেন্সি ১০% এর মতো। তেমন একটা ভালো না। সন্ধ্যা এবং রাত্রের শো`তে ভালো অকুপেন্সির দরকার পড়বে। ওয়ার্ড অফ মাউথ ভালো হওয়ায় অকুপেন্সি বাড়ার সম্ভাবনা বেশিই মনে হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭