ইনসাইড বাংলাদেশ

গরু চোরদের দায়িত্ব নেবে না সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/01/2020


Thumbnail

খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেন, ভারতে অবৈধভাবে প্রবেশ করে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে কেউ নিহত হলে সরকার এর কোনো দায়িত্ব নেবে না।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গেল ২২ জানুয়ারি ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ ভাবে গরু আনার সময় নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আমাদের চরিত্র ভাল না হলে পরের দোষ দিয়ে কোনো লাভ নেই। সীমান্ত এলাকায় গরুর বিট খুলতে দেয়া হবে না। এজন্য উপজেলা ও জেলা আইনশৃংখলা কমিটি এবং বিজিবির রেজুলেশন আছে। এরপরও যদি কেউ জোর করে কাঁটাতারের বেড়া কেটে গরু আনতে যায় এবং গুলি খেয়ে মারা যান তার দায়-দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না’।

এর আগে মন্ত্রী দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান মনসুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হোসেন।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭