ইনসাইড গ্রাউন্ড

মোস্তাফিজের জায়গায় হাসানের অভিষেক!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/01/2020


Thumbnail

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। ২-০ তে পিছিয়ে থাকা বাংলাদেশের এটি হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। ম্যাচটিতে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গা। সাইড বেঞ্চে বসে থাকা ক্রিকেটারদের একাদশে জায়গা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

ডোমিঙ্গোর কথা অনুসারে তৃতীয় টি-টোয়েন্টিতে সাইড বেঞ্চে বসে থাকা তরুণ পেসার হাসান মাহমুদের অভিষেক হতে যাচ্ছে। সুতরাং এখন প্রশ্ন কার জায়গায় খেলবেন হাসান। সেক্ষেত্রে বাদ পড়তে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। প্রথম দুই টি-টোয়েন্টিতে খরুচে ছিলেন তিনি। প্রথম ম্যাচে ৪ ওভারে ৪০ রান খরচায় নিয়েছিলেন ১টি উইকেট। আর দ্বিকীয় টি-টোয়েন্টিতে ৩ ওভারে ২৯ রান খরচায় ছিলেন উইকেট শূন্য।

তাই বিপিএলে গতি দিয়ে নজর কাড়া ২০ বছর বয়সী পেসার হাসান মাহমুদের অভিষেক হওয়াটা মোটামুটি নিশ্চিতই বলা চলে।

অন্যদিকে হাসান মাহমুদ ছাড়া সাইড বেঞ্চে বসে থাকা পেসার রুবেল হোসেন। পেসার শফিউল ও আল আমিনের মধ্যে যেকোনো একজনের বদলে দলে দেখা যেতে পারে। প্রথম দুই ম্যাচে শফিউলে বোলিং পারফরমেন্স ছিল যথাক্রামে (৪-০-২৭-২) ও (৩-০-২৭-১)। আর আল আমিনের প্রথম ম্যাচে রান দেওয়ায় ছিলেন সবচেয়ে কিপটে (৪-০-১৮-১)। পরের ম্যাচে রান দেওয়ায় কিপটেমির দিক থেকে দ্বিতীয় (৩-০-১৭-০)। তবে উইকেটের বিচারে শেষ বিচারে দলে টিকে যেতে পারেন শফিউল।

পরিবর্তন আসতে পারে ব্যাটিং লাইনআপেও। বিপিএলে সর্বোচ্চ স্ট্রাইকরেটের ওপেনার নাজমুল হোসেনকে দেখা যেতে পারে ওপেনে। সেক্ষেত্রে প্রথম ম্যাচে ৪৩ ও পরের ম্যাচে ০ করা নাঈম শেখের কপাল পুড়তে পারে। অবশ্য, নাঈমকে রেখে দ্বিতীয় ম্যাচে ওয়ানডাউনে নামা মেহেদীকেও বসিয়ে রাখতে পারে ম্যানেজমেন্ট। পরিবর্তন যাই আসুক টাইগারদের খেলায় ধার কমে গেছে তাতে কোনো সংশয় নেই। ঘুরে ধারাতে হলে সবার আগে গর্জেই উঠতে হবে তাদের।

বাংলা ইনসাইডার/এমএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭