ইনসাইড পলিটিক্স

প্রচারণায় অংশ নিতে ড. কামালের অস্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/01/2020


Thumbnail

বিএনপির মনোনিত দুই মেয়রপ্রার্থীকে জাতীয় ঐক্যফ্রন্ট তাদের প্রার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে। মনোনয়নপত্র জমা দিয়ে দক্ষিণে তাবিথ আউয়াল এবং উত্তরে ইশরাক হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদেরকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।

কিন্তু নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে এসে ড. কামাল হোসেন মাঠে নামেননি। বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তত দুয়েকটি প্রচারণায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানান। কিন্তু ড. কামাল হোসেন শারীরিক অসুস্থতাসহ নানা অজুহাতে প্রচারণায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

বিএনপির সূত্রে জানা গেছে যে, ড. কামাল হোসেনকে সঙ্গে নেওয়ার উদ্দেশ্য ছিল যে, আন্তর্জাতিক মহলে সমর্থন আদায় করা। বিশেষ করে ভোটে যেন অনিয়ম এবং কারচুপি না হয় সে ব্যাপারে যেন প্রভাবশালী দেশগুলো নজরদারি রাখে। সে ব্যাপারে ভূমিকা বিএনপি প্রত্যাশা করেছিল। কিন্তু ড. কামাল হোসেন শুধু সমর্থন দিয়েই খালাস। নির্বাচনের এই ডামাডোলে তিনি নিজেকে আড়াল করে রেখেছেন।

বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭