ইনসাইড বাংলাদেশ

কাঠগড়া থেকে বিচারকের খাসকামরায় গোপন বৈঠকে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/01/2020


Thumbnail

শ্রম আইনের ১০টি নিয়ম লঙ্ঘনের অভিযোগে করা মামলায় পাঁচ হাজার টাকায় মুচলেকায় জামিন পেয়েছেন গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। জামিন পেয়ে তিনি ঢাকার তৃতীয় শ্রম আদালতের কাঠগড়া থেকে সরাসরি প্রথম শ্রম আদালতের বিচারক শাহজাহানের খাসকামরায় যান। বিচারক তাকে দরজা থেকে রিসিভ করে ভেতরে নিয়ে যান। সেখানে তিনি ২৩ মিনিট অবস্থান করেন। তৃতীয় শ্রম আদালতে যাওয়ার আগেও প্রথম শ্রম আদালতের চেয়ারম্যানের খাসকামরায় ২৭ মিনিট অবস্থান করেন তিনি।

ড. ইউনূসকে খাসকামরায় ঢুকতে ও বের হতে দেখে অনেককে কানাঘোষা করতে থাকেন। বলতে থাকেন বিচারপ্রার্থী কিভাবে খাসকামরায় প্রবেশ করেন। বিচার কাজে প্রভাবিত হতে পারে বলে মনে করেন নাম প্রকাশের অনিচ্ছুক অনেকেই।

এর আগে ৩ ডিসেম্বর তিনি জামিন নিয়ে প্রথম শ্রম আদালতের চেয়ারম্যানের খাস কামরায় অবস্থান করেছিলেন ড. ইউনূস।

বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭