ইনসাইড বাংলাদেশ

হামলার পর ইশরাকের বাসায় ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/01/2020


Thumbnail

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের বাসায় গেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

আজ রবিবার দুপুর আড়াইটায় ইশরাকের বাসায় এ বৈঠক হয়। এসময় উপস্থিত ছিলেন আবু জাফর, এজাজ রহমান।

এর আগে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৬ জানুয়ারি) বেলা ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে প্রার্থী ইশরাকসহ বেশ কয়েকজন সাংবাদিক এবং বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন।

এদিন সকাল সাড়ে ১১টায় ইশরাক প্রচারণা শুরু করে গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশ থেকে বেশ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।

এসময় প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে দুগ্রুপের ইটপাটকেল নিক্ষেপ এবং রড ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ চলে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭