ইনসাইড বাংলাদেশ

পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/01/2020


Thumbnail

"Customs fostering Sustainability for people, Prosperity and the planet" এই প্রতিপাদ্যে বিশ্বের ১৮২টি দেশের ন্যায় নানা আয়োজনে বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২০ উদযাপিত হয়েছে। বিপুল উৎসব উদ্দিপনার মধ্য দিয়ে বেনাপোলে আজ রোববার পালিত হচ্ছে আন্তর্জাতিক কাষ্টমস দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

সকালে জাতীয় পতাকা বেলুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে কাষ্টম দিবসের উদ্বোধন করেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেথ আফিল উদ্দিন। পরে ব্যানার প্লেকার্ড ফেস্টুনসহ বিশাল এক শোভাযাত্রা বেনাপোল বন্দর এলাকা প্রদক্ষিন করে। র‌্যালিতে কাষ্টম ও বন্দর কর্মকর্তা, পুলিশ, বিজিবি, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন, ট্যান্সপোর্ট এসোসিয়েশন , জন প্রতিনিধি, ব্যবসায়িক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রশাসন সহ বন্দর ব্যবহারকারি বিভিন্ন সংগঠনের কয়েক হাজার নেতা কর্মীরা অংশ গ্রহন করেন। পরে কাস্টমস মিলনায়তনে কাস্টমস দিবসের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী,

অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন-জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এম,পি। বিশেষ অতিথি সং সদ সদস্য শেখ আফিল উদ্দিন,জাতীয় রাজস্ববোর্ড সদস্য মেফতাহ উদ্দিন খান, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. সৈয়দ নেয়ামুল ইসলাম, যুগ্ন কমিশনার শহিদুল ইসলাম, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।

সভা শেষে রাজস্ব আদায়ে বিশেষ ভূমিকা রাখায় ১০ জন ব্যবসায়ীকে সন্মামনা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭