ইনসাইড বাংলাদেশ

নির্বাচনের দিন মোটরবাইক ব্যবহারে ইসির সম্মতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/01/2020


Thumbnail

আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের দিন শুরুতে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে আপত্তি জানালেও সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এ কথা জানান ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

ইসি সচিব আলমগীর বলেন, আসন্ন ঢাকার সিটি করপোরেশন নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার করার জন্য প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা স্টিকার ও কার্ড এবং সাংবাদিকদের নিজ পরিচয়পত্র সঙ্গে থাকলেই কেবল মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পাওয়া যাবে।

উল্লেখ্য, এর আগে ঢাকা সিটি নির্বাচন ঘিরে গত ১১ জানুয়ারি ইসি সাংবাদিকদের জন্য নির্বাচনের সংবাদ সংগ্রহের নীতিমালা প্রকাশ করেছিল।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭