ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে ৩৫ নৌকায় ভয়াবহ আগুন, নিহত ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/01/2020


Thumbnail

যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের স্কটসবোরোর জ্যাকসন কান্ট্রি পার্কে ৩৫টি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১২টার এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের সময় অনেকে ঘুমিয়ে ছিলেন। এসময় বন্দরের ছাদ ধ্বসে পড়ে এবং অনেক নৌকা ডুবে যায়। সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের বিষয়ে স্কটসবোরো দমকল বাহিনীর প্রধান গেনে নেকলোস বলেন, ঘটনাটি খুবই ভয়াবহ। আমার দেখা সবচেয়ে বিধ্বংসী ঘটনা এটি ছিল। হতাহতদের উদ্ধার কার্যক্রম তিন থেকে চারদিন চালানো হবে বলেও জানিয়েছে স্কটসবোরো দমকল বাহিনীর প্রধান।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭