ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/01/2020


Thumbnail

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন রেড সিগনাল (আরএস) গ্রুপের দু’দফা দাবিতে ডাকা অবরোধ রোববার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আরএস গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অবরোধ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অবরোধ স্থগিত করায় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বাস চলাচলও স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

পূর্বঘটনার জেরে গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ক্যাফেটেরিয়ায় আরএস গ্রুপের দুই কর্মী ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মোহাম্মদ আরমান ও এমরান আশিককে মারধর করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইনের নেতাকর্মীরা। এ ঘটনায় দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেন ফতেয়াবাদ স্টেশনে পৌঁছালে হোস পাইপ কেটে দেয় আরএস গ্রুপের অনুসারীরা। ফলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল বন্ধ ছিলো। বিকেল ৫টায় হামলাকারীদের শাস্তি ও ঘটনার দায়ভার গ্রহণ করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় আরএস গ্রুপের নেতা রকিবুল হাসান দিনার।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭