ওয়ার্ল্ড ইনসাইড

অস্ত্র উৎপাদনে শীর্ষ ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/01/2020


Thumbnail

রাশিয়াকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ। দেশটির অবস্থান এখন যুক্তরাষ্ট্রের ঠিক পরেই। সোমবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (সিপ্রি) এর সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বেইজিংয়ের অস্ত্রের ব্যাপারে এর আগে সঠিক তথ্য ছিল না সিপ্রির কাছে। কিন্তু সম্প্রতি চীনের চারটি বড় অস্ত্র তৈরি কোম্পানির বিশ্বাসযোগ্য কিছু অর্থনৈতিক তথ্য পেয়েছে তারা। এই তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করেছে সিপ্রি। তাদের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়ার অস্ত্র উৎপাদনের তথ্য থাকলেও অন্যান্য দেশের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সিপ্রি। তবে অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য তুলে ধরেছে তারা। সিপ্রির সাম্প্রতিক কিছু প্রতিবেদন বিশ্লেষণ করে শীর্ষ ১০ অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের অবস্থান এখানে তুলে ধরা হলো-

১. লকহিড মার্টিন (যুক্তরাষ্ট্র)- ২০১৮ সালে ৪৭ হাজার ২৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে তারা।

২. বোয়িং (যুক্তরাষ্ট্র)- ২০১৮ সালে তাদের বিক্রি করা অস্ত্রের মূল্য ছিল ২৯ হাজার ১৫০ কোটি ডলার।

৩. নর্থরপ গ্রুম্যান কর্পোরেশন (যুক্তরাষ্ট্র)- ২৬ হাজার ১৯০ ডলারের অস্ত্র বিক্রি করেছে ২০১৮ সালে।

৪. রেথিওন (যুক্তরাষ্ট্র)- এক বছরে বিক্রি করেছে ২৩ হাজার ৪৪০ কোটি ডলারের অস্ত্র।

৫. জেনারেল ডায়নামিক্স কর্পোরেশন (যুক্তরাষ্ট্র)- তারা বিক্রি করেছে ২২ হাজার কোটি ডলারের অস্ত্র।

৬. বিএই সিস্টেমস (যুক্তরাজ্য)- তাদের বিক্রি করা অস্ত্রের দাম ২১ হাজার ২০১ কোটি ডলার।

৭. অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না (চীন)- ২০১৭ সালের হিসাব অনুযায়ী অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়নার অস্ত্র বিক্রির পরিমাণ ছিল ২০ হাজার ১০০ কোটি ডলার।

৮. নরিনকো (চীন)- চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশনের (নরিনকো) অবস্থান তালিকার আটে। ২০১৭-১৮ অর্থবছরে প্রতিষ্ঠানটি ১৭ হাজার ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে।

৯. চায়না ইলেক্ট্রনিক্স টেকনলজি গ্রুপ কর্পোরেশন (চীন)– অস্ত্র বিক্রির পরিমাণ ১২ হাজার ২০০ কোটি ডলার।

১০. এয়ারবাস গ্রুপ (ইউরোপ)- বিক্রি করেছে ১১ হাজার ৬৫০ কোটি ডলারের নানা ধরনের অস্ত্র।

সিপ্রি`র তথ্য অনুযায়ী, ২০১৭ সালে চীনের চারটি কোম্পানি যৌথভাবে আনুমানিক ৫৪.১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। এর মধ্যে ‘তিনটি কোম্পানির অবস্থান বর্তমানে শীর্ষ ১০ এ থাকবে।’ ২০১৭ যুক্তরাষ্ট্র সর্বমোট অস্ত্র বিক্রি করেছিলো ২২৬.৬ বিলিয়ন ডলার এবং রাশিয়া ৩৭.৭ বিলিয়ন ডলার। 

সিপ্রি`র রিপোর্টটি দেখতে এখানে ক্লিক করুন...

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭