ইনসাইড গ্রাউন্ড

পাপনকে নিয়ে নীরবে দেশে ফিরল ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/01/2020


Thumbnail

পাকিস্তান থেকে নিঃস্ব হাতে সোমবার দিবাগত রাতে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ সময় রাত ২.৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ দলের টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের বহনকারী বিমানটি।

সোমবার পাকিস্তান সময় রাত সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) বিসিবির ভাড়া করে বিশেষ বিমানে লাহোর থেকে রওনা দেয় বাংলাদেশ দল। যেখানে দলের সঙ্গী ছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও।

ক্রিকেটাররা দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের স্বাগত জানানোর মতো তেমন কেউ ছিল না। এমনকি ছিল না কোনো সংবাদ মাধ্যমের রিপোর্টারও। এ সময় অনেকটা নিরবেই ক্রিকেটাররা যার যার গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি ধরেন।

নিরাপত্তা ইস্যুতে এবার তিন দফায় পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। প্রথম দফা শেষে আবার ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। সে সময় একটি মাত্র টেস্ট খেলে আবার দেশে ফিরে আসবেন ক্রিকেটাররা।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ পরাজিত হয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যাক্ত হয়।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭