লিভিং ইনসাইড

যেভাবে প্রাণনাশ করছে করোনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/01/2020


Thumbnail

বর্তমানে প্রাণনাশী বস্তুটির নাম যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আপনি অবশ্যই বলবেন করোনা ভাইরাসের নাম। এই অতর্কিত রোগ নিরাময় এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষজ্ঞরা কাজ করে চলেছেন। সব পরিস্থিতি জানার আগে এবং আমাদের সুস্থতার জন্য আগে প্রয়োজন এর ছড়ানোর প্রক্রিয়া এবং কীভাবে প্রাণনাশ হচ্ছে সে সম্পর্কে।

কীভাবে ছড়াচ্ছে

ধারণা করা হচ্ছে, এই ভাইরাস প্রথম ছড়িয়েছে কোনো বন্যপ্রাণীর দ্বারা, হতে পারে সেটি কোনো সাপ। সাউথ চীনা সি ফুড হোলসেল মার্কেট এ এই সাপ খেয়েই একজনের মাধ্যমে এই রোগ ছড়িয়েছে। আর ইতিমধ্যে জানা গেছে যে এই মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে হাঁচি এবং কাশির মাধ্যমে।

খ. এটি মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়।

গ. সাধারণত ফ্লু বা ঠাণ্ডা লাগার মতো করেই এই ভাইরাস হাঁচি-কাশি, হ্যান্ডশেক এর মাধ্যমে রোগীর মধ্যে ছড়ায়।

ঘ. করোনা ভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে যদি কোন সুস্থ ব্যক্তি আসে সেও আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে।

ঙ. আক্রান্ত ব্যক্তি ছুঁয়েছে এমন কিছু স্পর্শ করার পর সেই হাত দিয়ে মুখ, নাক বা চোখ স্পর্শ করলে সংক্রমণ হতে পারে।

এই ভাইরাসটি মূলত নাক এবং মুখ দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করে। পরে এটি শ্বাসযন্ত্রে একটি ‘হোস্ট সেল’ বা সহায়ক কোষকে বেছে নেয়। এরপর সেই সেলটি বিস্ফোরণ ঘটার মাধ্যমে কাছাকাছি কোষগুলোকে আক্রান্ত করতে শুরু করে।

এটি কীভাবে প্রাণঘাতী হয়ে উঠছে

এই রোগে আক্রান্ত বেশিরভাগ রোগীর মৃত্যু হয় বেশকিছু জটিলতা যেমন নিউমোনিয়া এবং ফুসফুস ফোলা বা ইনফেকশনের মাধ্যমে।

এছাড়া শ্বাসযন্ত্র ফোলা এবং ইনফেকশনও ঘটে, যা ফলে ফুসফুস রক্তপ্রবাহে আর অক্সিজেন সরবরাহ করতে পারে না। ফলে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু ঘটতে পারে। এছাড়া মারাত্মক নিউমোনিয়াও মৃত্যুর কারণ হতে পারে।

বাংলা ইনসাইডার/এসএইচ

 

 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭