ইনসাইড গ্রাউন্ড

বিসিএলে সাব্বির ছাড়াও অবিক্রীত আলোচিত তিন ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/01/2020


Thumbnail

গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট। এই ড্রাফটে ৮০ জন ক্রিকেটারদের মধ্যে পছন্দের ক্রিকেটারদের বেঁছে নেন চারটি ফ্রাঞ্চাইজি। তবে প্লেয়ার ড্রাফটে অবিক্রীত থেকে গেছেন সাব্বির রহমান।

জাতীয় দলে জায়গা হারানোর পর ন্যাশনাল লিগ ও সর্বশেষ বিপিএল আসরে নিজের বাজে ফর্ম থেকে বেরিয়ে আসতে পারেননি সাব্বির রহমান। যার কারণেই তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি।

এদিকে শুধু সাব্বির একা নন প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএলে দল পাননি দুই বাঁহাতি পেসার আবু হায়দার রনি ও মেহেদী হাসান। মেহেদি বিপিএলে ১৮ উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন। জাতীয় দলে ঢোকার সম্ভাবনাও জেগেছিল তাঁর। দল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে বিফ টেস্টে পাস করতে না পারায় বিসিএলে দল পাননি ঘরোয়া লিগের সবচেয়ে বড় তারকা ক্রিকেটার তুষার ইমরান। ঘরোয়া লিগে ১২ হাজার রানের মাইলফলক থেকে মাত্র তিনশো রান দূরে থাকা এই ক্রিকেটার দল পাওয়ার হতাশা প্রকাশ করেছেন।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭