কালার ইনসাইড

শান্তিনগর বাজারে যেতে একটা ওভার ব্রিজ খুব দরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/01/2020


Thumbnail

জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত কাকরাইল, সার্কিট হাউজ রোডের বাসিন্দা। দুদিন বাদেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। তার এলাকার সমস্যা ও সমগ্র ঢাকা নিয়ে তিনি কথা বলেছেন বাংলা ইনসাইডারের সঙ্গে। 

তিনি বলেন,‘যানজট। বাসা থেকে বের হতে গেলেই এই যানজটের মুখোমুখি হতে হয়। এখানে পানি জমে অল্প বৃষ্টি হলেই। আমাদের এলাকা থেকে শান্তিনগর বাজারে যেতে একটা ওভার ব্রিজ খুব দরকার। এটা বহুদিন ধরে মানুষ ফিল করে। কিন্তু এমন এমন জায়গায় ওভারব্রিজ করা হয়। যা আমাদের কোন প্রয়োজন নেই।’  

পরামর্শ হিসেবে তিনি বলেন,‘ ওভার অল ঢাকা নিয়ে যদি বলি তাহলে যানজট। রাস্তা খোড়া নিয়ে কারও কোন কো অর্ডিনেশন নেই। যার যখন খুশি মাটি কেটে রাস্তা মেরামত করা শুরু করে। পাইপ বা খুটি বসানো শুরু করে। ভালো রাস্তা সকালে উঠে দেখি কেটে কুটে যার যা দরকার করছে। আমরা তো অনেক কিছুই দেখি। কিন্তু কাউন্সিলর বা মেয়ররা সেটা দেখেন না। অথচ বিদেশে দেখেছি কখন রাস্তা কাটে সেটা কেউ টেরেই পায় না। গভীর রাতে কেটে ভোর বেলার আগেই সেটা ঠিক করে ফেলে। এই জিনিসগুলো তো আছেই। রেগুলার দেখি ফুটপাত নিয়ে খেলা হয়। যখন খুশি তখন ফুটপাতের টাইলস উঠিয়ে ফেলা হয়। ফুটপাত চিকন করা হয় একবার। মোটা করা হয় একবার। আইল্যান্ড ভাঙ্গা গড়াটা পৌরসভার একটি নিত্য নৈমত্তিক খেলা। আইল্যান্ডে যে গাছপালা লাগানো হয়, এগুলোর যত্নও কেউ নেয় না। নতুন মেয়র কি পারবে এগুলোর খোঁজ নিতে? আশা তো করি।’  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭