ইনসাইড বাংলাদেশ

ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/01/2020


Thumbnail

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ বৃষ্টি হচ্ছে। আগামী কাল বৃহস্পতিবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিতে আবারও শীতের প্রকোপ বাড়বে বলে মনে করছে তারা। দু`দিনের বৃষ্টি আর শীতের দাপটের পর আগামী শনিবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীতে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সাধারণ ভোটারদের চিন্তা বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ভোটের দিন আবহাওয়া ভালো থাকবে। তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সকালে ও বিকালে ঠাণ্ডা বেশি অনুভূত হবে। দিনের বেলায় স্বাভাবিক তাপমাত্রা অনুভূত হবে। তবে ওই দিন ঠাণ্ডা বাতাস বইতে পারে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭