ইনসাইড বাংলাদেশ

বিশেষ নজরদারিতে পদ্মা সেতুর ৩৫ চীনা কর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/01/2020


Thumbnail

করোনাভাইরাসের আতঙ্কের বাইরে নেই বাংলাদেশ। কারণ বাংলাদেশে নির্মাণাধীন পদ্মা সেতু প্রকল্পে কর্মরত প্রকৌশলী ও কর্মীদের একটি বড় অংশ চীনা নাগরিক। তাদের বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘চীন থেকে যারা আসছেন তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে। আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আর যারা এরই মধ্যে এসেছেন নিয়ম অনুযায়ী তাদেরকে ১৪ দিন কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে। এতে আমাদের কর্মকাণ্ড কোনোভাবেই বিঘ্নিত হবে না।’

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনের অনেক বিশেষজ্ঞ কাজ করছেন। করোনা ভাইরাসের কারণে অনেকেই আসছেন না। এতে প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হবে কিনা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘এ মাসের ১৮ তারিখ থেকে চীন থেকে যারা এসেছেন তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে। আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে ৩৫ জন এসেছেন। নিয়ম অনুযায়ী তাদেরকে ১৪ দিন কর্মকাণ্ড থেকে বাইরে রাখা হচ্ছে। আমাদের কর্মকাণ্ড কোনোভাবেই বিঘ্নিত হচ্ছে না। এর আগেও শিফটিং ছুটিতে যেতেন তারা। ১০০-১৫০ জন শিফিটিং ছুটিতে যেতেন। তাতে আমাদের পদ্মা সেতু নির্মাণ কাজে কোনও প্রকার সমস্যা হয়নি।’

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭