ইনসাইড গ্রাউন্ড

আর কোনদিন হে‌লিকপ্টা‌রে চড়বেন না সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/01/2020


Thumbnail

গত ২৬ জানুয়ারি বাস্কেটবল কিংবদন্তী কোবি ব্রায়ান্ট এবং তাঁর মেয়ে জিয়ানাসহ ৯ জন নিহত হয়েছেন মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনায়। আকস্মিক এই দুর্ঘটনায় স্তব্ধ গোটা পৃথিবী। আর কোবির মৃত্যু দাগ কেটেছে বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় তারকা সাকিব আল হাসানের মনেও। তাই আর কোনদিন হেলিকপ্টারে চড়বেন না ভলে সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার।

আগামী শুক্রবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কোয়ালিটি অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও সানোয়ারা ইসলাম কোয়ালিটি স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামে আসার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের।

সাকিবকে ঢাকা থেকে আনা-নেয়ার জন্য দেড় লাখ টাকা খরচে একটি হেলিকপ্টারও ভাড়া করা হয়েছিল। কিন্তু সাকিব বলছেন, তিনি আর কখনও হেলিকপ্টারে চড়বেন না। এখন থেকে আজীবন তার হেলিকপ্টারে চড়া মানা।

চট্টগ্রা‌মে আয়েজক‌দের আজ (বুধবার) মুঠোফোনে সাকিব জানান, ‘আমেরিকায় হে‌লিকপ্টার দুর্ঘটনায় বা‌স্কেটবল তারকা (কোবি ব্রায়ান্ট) মারা গে‌ছে। এখন থে‌কে আজীবন আমার হে‌লিকপ্টা‌রে চড়া মানা। আমার জন্য বিমা‌নে টি‌কিট পাঠান, সকা‌লে গি‌য়ে সন্ধ্যায় চ‌লে আস‌বো।’

উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বরে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে হেলিকপ্টারে করে কক্সবাজারের উখিয়ায় ইনানীর একটি হোটেলে যান ক্রিকেটার সাকিব। তাঁকে নামিয়ে দিয়ে আকাশে ওড়ার ১৫ মিনিটের মধ্যে ইনানী সৈকত এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনায় নিহত হয় ১ জন।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭