ইনসাইড গ্রাউন্ড

৭ ভেন্যু, ১৩ দল নিয়ে বিপিএল শুরু ১৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/01/2020


Thumbnail

১৩ দল, ৭ ভেন্যু নিয়ে বাংলাদেশ ঘরোয়া ফুটবলের সবথেকে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল) মাঠে গড়ানোর দিনক্ষণ চূড়ান্ত হলো। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গতবারের মতো এবারের আসরের ম্যাচগুলোও সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল (বৃহস্পতিবার) শুরু হওয়ার কথা ছিল লিগের ১৩তম আসর। কিন্তু সিটি করপোরেশন নির্বাচন এবং নানা কারণে ১৪ দিন পিছিয়ে লিগ শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। আজ (বুধবার) প্রফেশাল লিগ কমিটির জরুরি সভায় লিগের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এবারের প্রিমিয়ার লিগ হবে ৭ ভেন্যুতে। বঙ্গবন্ধু স্টেডিয়াম বাদেও সাইফ স্পোর্টিং ক্লাবের ভেন্যু ময়মনসিংহ, বসুন্ধরা কিংসের ভেন্যু নীলফামারী, মোহামেডানের কুমিল্লা, শেখ রাসেল ক্রীড়া চক্রের সিলেট, চট্টগ্রাম আবাহনীর এমএ আজিজ স্টেডিয়াম এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের গোপালগঞ্জ।

এছাড়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম হোমভেন্যু হিসেবে নিয়েছে আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ, আরামবাগ, পুলিশ ফুটবল ক্লাব এবং উত্তর বারিধারা। ১৩ ফেব্রুয়ারি লিগের উদ্বোধনী দিনে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। হোমভেন্যু নীলফামারী স্টেডিয়ামে তারা খেলবে উত্তর বারিধারার বিরুদ্ধে।

উল্লেখ্য, সর্বোচ্চ ছয়বার প্রিমিয়ার লীগের শিরোপা জিতেছে ঢাকা আবাহনী। এছাড়া শেখ জামাল ধানমন্ডি ক্লাব তিনবার, শেখ রাসেল ক্রীড়াচক্র এবং বসুন্ধরা কিংস জিতেছে একবার করে।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭