ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশ দলকে চিনতেই পারছেন না পাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/01/2020


Thumbnail

পাকিস্তান সফরে যাবার আগে ক্রিকেটারদের নিরাপত্তার ইস্যুটাও যেখানে ছিল মুখ্য, টি-টুয়েন্টি সিরিজে নাকানিচুবানি খাবার পরে সেই ইস্যু এখন ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে। বৃষ্টিতে তৃতীয় ম্যাচ ভেসে গেলেও প্রথম দুই ম্যাচের একটিতেও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। আর দলের এমন পারফরমেন্স দেখে এই বাংলাদেশ দলকে চিনতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি।

পাকিস্তান থেকে ফিরে আসার পর আজ বিকেলে বেক্সিমকো অফিসের নিজ কার্যালয়ে মিডিয়ার মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে অনেক কথাই তিনি বলেছেন সাংবাদিকদের সঙ্গে। তখনই বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে চরম হতাশা ফুটে ওঠে বিসিবি সভাপতির মুখে।

বাংলাদেশ দলের হয়ে সিদ্ধান্ত কে নেয় তা জানেন না পাপন। পাকিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয়ায় তাই হতবাক বিসিবি বস। এক কথায় তিনি জানিয়ে দেন, ‘এই বাংলাদেশ দলকে চিনতে খুব কষ্ট হয়েছে। এ আবার কোন বাংলাদেশ?’

পাপন বলেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না, আসলে সিদ্ধান্তটা কে নেয়? টস জিতে ব্যাটিং নেবে কি নেবে না, টস জিতলে কি করবে- এসব সিদ্ধান্ত কে নেয় এটা নিয়ে আমি কনফিউজড। রিয়াদ তো এমনিতেই খুব কম কথা বলে, তারপরও আমি তামিম ও রিয়াদের সঙ্গে প্রচুর কথা বলেছি। প্রথম ম্যাচের পর এমনকি দ্বিতীয় ম্যাচের পরও।’

কোচের সঙ্গে কথা বলে বিষয়টা উদঘাটন করার কথাও বলেন তিনি। বিসিবি সভাপতি বলেন, ‘মোটকথা বলতে পারেন, ক্রিকেটারদের সঙ্গে আমার দুই ম্যাচ এবং আনুসঙ্গিক বিষয নিয়ে কথা হয়েছে। তবে কোচের সঙ্গে এখনও কথা হয়নি। কোচের সাথে বসলে কথা বললে জানা যাবে, সিদ্ধান্তটা কে নিচ্ছে এবং কেন এই ভুলগুলো হচ্ছে?’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭