ইনসাইড বাংলাদেশ

প্রত্যেক এমপি পাবেন ২০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/01/2020


Thumbnail

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, প্রতিটি নির্বাচনী এলাকার অবকাঠামো উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ দিতে নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য এ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদে সংরক্ষিত আসনের এমপি নাজমা আকতারের প্রশ্নে এ তথ্য দেন মন্ত্রী। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

এ সময় আরেক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার বিভাগের এলজিইডির আওতায় সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দসাপেক্ষে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ চলমান আছে, যা আগামী জুনে সমাপ্ত হবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনী এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ রেখে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ অনুমোদন প্রক্রিয়াধীন আছে।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭