ওয়ার্ল্ড ইনসাইড

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/01/2020


Thumbnail

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সময় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের কামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া, টাঙ্গাইল জেলার কালিহাতী আওলাতৈল গ্রামের ফোরকান আলীর ছেলে আলামিন, নরসিংদীর উত্তর কচুকাটা মনোহরদীর কাজল মিয়ার ছেলে কাউসার মিয়া।

স্থানীয়রা জানিয়েছেন, কাজ শেষে বাসায় ফেরার সময় জেদ্দার হাইয়াল সামির এলাকায় তাদের বহনকারী গাড়িটিকে অপর একটি বড় লরী ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িতে থাকা তিনজন রেমিট্যান্স যোদ্ধা। তারা ইয়ামামা কোম্পানিতে পরিছন্নতা কর্মী হিসেবে কাজ করছিলেন বলে নিশ্চিত করেছেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট।

নিহতদের মরদেহ কিং আব্দুল আজিজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭