লিট ইনসাইড

বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়া চীন’ প্রকাশ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/02/2020


Thumbnail

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়া চীন’গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে আজ। অমর একুশে বইমেলা উদ্বোধনের পরই বঙ্গবন্ধুর লেখা তৃতীয় এ গ্রন্থটির মোড়ক উন্মোচন করবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও বইটির সংস্করণ থাকবে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

মুজিববর্ষ সামনে রেখে এবারের অমর একুশে বইমেলা উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর এ বইমেলাতেই বাংলা একাডেমি প্রকাশ করছে চীন সফরের অভিজ্ঞতা নিয়ে বঙ্গবন্ধুর লেখা বই ‘আমার দেখা নয়া চীন।

এর আগে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ নামে আরও দুইটি বই প্রকাশিত হয়েছে।

বঙ্গবন্ধুকে নিয়ে ১০০টি গবেষণাধর্মী বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। এর মধ্যে একটি হলো বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়া চীন। প্রথম দিন মেলায় পাওয়া যাবে এটি। এই বইটিসহ ৩০টি বই প্রকাশ করা হবে মেলাতেই। বাকি বইগুলো আগামী দুই বছরে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি জানান, ‘আমার দেখা নয়া চীন’বইটির গ্রন্থস্বত্ব থাকছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরোরিয়াল ট্রাস্টের’ নামে। বইয়ের ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বইটি সম্পাদনা করেছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু ১৯৫২ ও ১৯৫৭ সালে দুই বার চীন সফর করেছিলেন। প্রথম সফরের সময়কার বিভিন্ন অভিজ্ঞতা তিনি একটি ডায়েরিতে লিখে রেখেছিলেন। সেই সফরের অভিজ্ঞতার পাশাপাশি ওই সময়কার চীনের রাজনৈতিক ও আর্থ-সামাজিক অবস্থা নতুন বইটিতে উঠে আসবে বলে জানা গেছে। বইয়ে বঙ্গবন্ধুর ডায়েরির কয়েকটি পাতার ছবিও থাকবে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭