ইনসাইড হেলথ

করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক কতটা কার্যকরী?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/02/2020


Thumbnail

করোনাভাইরাসের কারণে মাস্কের চাহিদা বেড়ে গেছে। চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর চারশ’র বেশি মানুষ মারা গেছে এবং এখন পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। তাই মাস্ক কেনার জন্য লম্বা লাইন পড়েছে অনেক স্থানে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, ভাইরাস ঠেকাতে কতটা কাজ করে এসব মাস্ক? বিজ্ঞানীদের মনে সেগুলোর কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে। তাদের মতে, বেশিরভাগ সার্জিকাল মাস্ক পুরোপুরি সুরক্ষা দেয় না। সেগুলো চোখ-মুখ পুরোপুরি ঢাকে না এবং বাতাস পরিশোধনের ব্যবস্থা নেই।

বিশেষজ্ঞরা বলছেন, কিন্তু মাস্ক পরিধানের ফলে ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমতে পারে। হাঁচি বা কাশির ছিটা থেকে এগুলো রক্ষা করে। হাত থেকে মুখে সংক্রমণের ক্ষেত্রেও এগুলো খানিকটা সুরক্ষা দেয়।

চিকিৎসকরা বলেন, মাস্কগুলো ঠিকমতো কাজ করতে হলে সেগুলো ঠিকমতো পরতে হবে, পাল্টাতে হবে এবং নষ্ট করে ফেলতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শুধু মাস্ক পরাটাই যথেষ্ট নয়। তারা কাপড়ের মাস্কের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তারা সুপারিশ করেছেন যে নিয়মিতভাবে হাত ধুতে হবে এবং চোখ, নাক এবং ও নাক স্পর্শ থেকে বিরত থাকতে হবে।

 

সূত্র: বিবিসি বাংলা

বাংলা ইনসাইডার/এসএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭