কালার ইনসাইড

আইসিইউতে কবি নির্মলেন্দু গুণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/02/2020


Thumbnail

স্বনামধন্য কবি নির্মলেন্দু গুণ গুরুতর অসুস্থ। তাকে বর্তমানে ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে কবিকে হাসপাতালে ভর্তি করা হয়।

নির্মলেন্দু গুণ নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছেন বলে নিশ্চিত করেছেন কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ।

তিনি বলেন, নির্মলেন্দু গুণ দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার চিকিৎসার বিষয়ে সবার নজর দেয়া জরুরি। প্রয়োজনে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার কথা বলেন তিনি।

ল্যাবএইড হাসপাতালের মিডিয়া ও বিপণন কর্মকর্তা মেহের খুদা দীপ জানান, বুধবার রাতে কবি নির্মলেন্দু গুণকে হাসপাতালে নিয়ে আসা হয়। গায়ে জ্বর নিয়ে তিনি হাসপাতালে আসেন, ভীষণ দুর্বলও ছিলেন। পরে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বরেণ চক্রবর্তীর পরামর্শে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। তবে তিনি শঙ্কামুক্ত আছেন।

কবি নির্মলেন্দু গুণ বাংলা সাহিত্যে অবদানের জন্য স্বাধীনতা পদক, একুশে পদক ও বাংলা একাডেমি পদক পেয়েছেন।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭