ইনসাইড বাংলাদেশ

খালেদা জিয়ার মুক্তির কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2020


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব টেলিফোনে আমার সাথে কথা বলেছেন। বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীকে মৌখিকভাবে জানাতে বলেছেন। আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি।

তিনি বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে গতকাল জিজ্ঞেস করেছি। আইনমন্ত্রীর সাথে কথা বলেছি। তারা বিচ্ছিন্নভাবে পরিবারের লোকজন দলের লোকজনের সাথে বেগম জিয়ার মুক্তির বিষয়ে কথা বলছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন আসেনি।

ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার মামলাটি রাজনৈতিক মামলা নয়। সরকারের বিবেচনার বিষয় তখনই আসে, যখন রাজনৈতিক বিবেচনার বিষয় হয়। কিন্তু বেগম জিয়ার এ মামলাটি দুর্নীতির মামলা। রাজনীতির মামলা হলে সরকারের পক্ষে বিবেচনার বিষয় ছিলো। দুর্নীতির মামলা আদালতের।

আর প্যারোলের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করতে পারেন। তবে প্যারোলে মুক্তির জন্য এখনও কোনো লিখিত আবেদন আসেনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭