ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট হবে নতুন সময়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/02/2020


Thumbnail

ভোটাররা সকালে দেরি করে ঘুম থেকে ওঠে। সেই কথা বিবেচনায় রেখে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টার পরিবর্তে ৯টায় শুরু করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

রোববার (১৬ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব।

ইসি সচিব বলেন, ‘ভোটাররা সকালে ঘুম থেকে ওঠেন না। তাই ৮টার পরিবর্তে ৯টা থেকে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।`

তফসিল ঘোষণা করে সচিব বলেন, চসিকে সাধারণ ও বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭শে ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১লা মার্চ ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ই মার্চ ঠিক করেছে কমিশন। আর, প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ৯ই মার্চ।

সব দলের অংশগ্রহণে চট্টগ্রাম সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন সচিব মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, নির্বাচন উৎসবমুখর এবং সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নিবে কমিশন।

এদিকে, আগামী ২৯ মার্চ চট্টগ্রামে ভোট হবে ইভিএম এর মাধ্যমে। একই দিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭