ইনসাইড গ্রাউন্ড

৬ বছরে এত বাজে সময় আসেনি মেসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/02/2020


Thumbnail

মৌসুম টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। যদিও লিগে তাদের অবস্থান দ্বিতীয় স্থানে, তবুও মাঠ এবং মাঠের বাইরের সময়টা নিজেদের পক্ষে নয় কাতালানদের। সেই সঙ্গে বাজে সময় পার করছে দলটির প্রাণভোমরা লিওনেল মেসি। সবশেষ টানা চার ম্যাচে গোলের দেখা পাননি মেসি। গত ৬ বছরে এমন বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি ছয়বারের ব্যালন জয়ী এই ফুটবলারকে।

গতকাল গেতাফের বিপক্ষে জয়ে পেয়েছে বার্সা। সেই ম্যাচেও গোলের দেখা পাননি মেসি। আর এই গেতাফে ম্যাচ দিয়েই এই মৌসুমে চার ম্যাচে গোলশূন্য থাকার অভিজ্ঞতা হলো মেসির। গেতাফের আগে ভ্যালেন্সিয়া, লেভান্তে এবং রিয়াল বেতিসের বিপক্ষেও গোল করতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে গেতাফে ম্যাচে দলের প্রথম গোলে অ্যাসিস্ট করেছেন তিনি।

কিকে সেতিয়েনের দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে গ্রানাদার বিপক্ষে গোলের দেখা পেয়েছিলেন মেসি। এরপর লা লিগায় ৩১টি শট নিয়েছেন মেসি, যার মধ্যে ১৫টি ছিল গোলমুখে এবং একটাও সফল হয়নি। গেতাফের বিপক্ষে ৬টি শট নিয়েছিলেন, যার দুটি ছিল গোলমুখে।

ফ্রি-কিকেও সফলতা পাচ্ছেন না তিনি।চার বা তার চেয়েও অধিক ম্যাচে গোলের দেখা না পাওয়া অবশ্য মেসির জন্য নতুন কিছু নয়। এর আগে ২০১৪ সালে ১৩ ম্যাচে গোলশূন্য ছিলেন তিনি। তবে এর মধ্যে ৫ ম্যাচে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।

ব্যর্থতা সত্ত্বেও এই মৌসুমে ১৯ ম্যাচে ১৪ গোল নিয়ে লা লিগায় গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন মেসি। এর মধ্যে মায়োর্কা এবং সেল্টা ভিগোর বিপক্ষে হ্যাটট্রিকও আছে। তবে ২০১৩-১৪ মৌসুমের পর এবারই সবচেয়ে কম গোল নিয়ে শীর্ষে আছেন তিনি। যদিও কেবলই মৌসুমের ২৪ সপ্তাহ পার হয়েছে। তবে ১৯ ম্যাচের ১০টিতেই গোল পাননি।

ওদিকে মাঠের বাইরে, ক্লাবের ক্রীড়া পরিচালক এরিক আবিদালের সঙ্গে কথার লড়াইয়ে নামা, যেখানে ইনস্টাগ্রামে পোস্ট করে সতীর্থদের পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করেছেন মেসি। এই ঝামেলা মিটলেও বার্সার সামনে এখন কঠিন সময় অপেক্ষা করছে।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭