ইনসাইড গ্রাউন্ড

তরফদারের পল্টি, যোগ দিলেন সালাউদ্দিনের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/02/2020


Thumbnail

দুই বছর যাবত দেশের ফুটবল উন্নয়নে কাজ করার জন্য নানারকম প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগামী নির্বাচনে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন। কিন্তু হঠাৎ করেই আজ জানা গেলো, বাফুফের নির্বাচন করবেন না তিনি এবং বিষয়টা তিনি নিজে থেকেই ঘোষণা দিয়েছেন।

তিন মাস পরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। আলোচনা-সমালোচনায় মুখরিত এই নির্বাচন প্রার্থীতা নিয়ে ব্যাপক গুঞ্জন ফুটবল পাড়ায়। বাফুফে বস কাজী সালাউদ্দীনের বিপরীতে সভাপতি পদে খোলাভাবে দাঁড়ানোর ঘোষণা দেয়া তরফদার রুহুল আমীন ভোল পাল্টাচ্ছেন। আসন্ন নির্বাচনে প্রতিপক্ষ নয় বরং বাফুফে বসের প্যানেলের সঙ্গী হয়ে নির্বাচনে অংশ নিতে চান এই সংগঠক।

সংশ্লিষ্ট সূত্রের খবর, ক’দিন আগেও সাবেক ফুটবলার ও সংগঠকদের (অন্তত ১০জন সালাউদ্দীনের নেতৃত্বাধীন নির্বাহী কমিটির) নিয়ে প্যানেল গঠনের কার্যক্রমও সেড়ে ফেলেছিলেন তিনি। গত ৮ ফেব্রুয়ারি (শনিবার) বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটির ষষ্ঠ সভা শেষে নির্বাচন ও প্যানেল নিয়ে খোলামেলা আলাপও করেছিলেন এই সংগঠক।

বিশ্বস্তসূত্রে জানা গেছে, আজ (রোববার) সন্ধ্যায় তরফদার মো. রুহুল আমিন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে ফোন করে নির্বাচন থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন। কাজী সালাউদ্দিনকে রুহুল আমিন বলেছেন, ‘আমি নির্বাচন করবো না। আপনিই করবেন।’

এছাড়া সামনের বাফুফে নির্বাচনে সালাউদ্দিনের সাথেই থাকার কথা জানিয়েছেন চট্টগ্রাম আবাহনীর এই সভাপতি। যদিও বেশ কয়েকমাস যাবত সালাউদ্দিনের বিরুদ্ধে নানারকম মন্তব্য, সভা-সমাবেশ করেছেন এই ব্যবসায়ী। আজ হঠাত করে তাঁর এমন সিদ্ধান্ত বদলের খবর বিষ্ময় জাগিয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। সংশ্লিষ্টসূত্রের খবর, আগামিকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিবেন তরফদার রুহুল আমিন।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭