ইনসাইড ইকোনমি

দরবৃদ্ধিতে শীর্ষ ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/02/2020


Thumbnail

ব্যাংকগুলোকে বিশেষ তহবিল যোগানোর ঘোষণার পর দেশের পুঁজিবাজারে প্রতিদিনই মূল্যসূচকের পাশাপাশি বাড়ছে লেনদেন। গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ১৭০ পয়েন্ট। লেনদেন নয়শ’ কোটি টাকার ‘ঘর’ অতিক্রম করেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৫৩৩ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। রোববার কোম্পানিটি সর্বশেষ ৭৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৬৭ বারে ১১ লাখ ৭৫ হাজার ২৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৮০ লাখ টাকা।

দরবৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে এসিআই ফরমুলেশনস লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ৪০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১০৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দরবৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৫৭ বারে ২ লাখ ১১ হাজার ৯৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৮ লাখ টাকা।

দরবৃদ্ধিতে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ওরিয়ন ফার্মা, বেক্সিমকো, আফতাব অটোস, ব্রাক ব্যাংক, এসিআই, এস.আলম কোল্ড রোল্ড স্টিল ও প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।

রোববার ঢাকায় ৯১৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ৭৩০ কোটি ৫৭ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার প্রধান সূচক সিএএসপিআই ৫৩৩ দশমিক ৬৭ পয়েন্ট বা প্রায় ৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৩৬ দশমিক ৯৪ পয়েন্টে। রোববার সিএসইতে ৩০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৭৩ কোটি ৩৯ লাখ টাকা।

রোববার ডিএসইতে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৯ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৯২ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৯৩টির আর কমেছে ৪০টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে সিএসইতে লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১৪ টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দর।

 

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭