ইনসাইড বাংলাদেশ

অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/02/2020


Thumbnail

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে কোন কর্তৃত্ববলে মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল পদে বহাল আছেন তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে। আজ সোমবার রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।

রিটে বলা হয়েছে, সংবিধানের ৬৪(১) ও ৯৬(১) অনুচ্ছেদে সুপ্রিমকোর্টের বিচারপতি ও রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে সমান যোগ্যতা-দক্ষতার কথা বলা হয়েছে। ৬৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সুপ্রিমকোর্টের বিচারপতি হওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করবেন।’

৯৬(১) অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিমকোর্টের বিচারপতিরা ৬৭ বছর বয়সে অবসরে যাবেন। বিচারপতিরা ৬৭ বছর বয়সে অবসরে গেলেও অ্যাটর্নি জেনারেল ৭১ বছর বয়সেও এই পদে বহাল আছেন। এটা সংবিধানের সঙ্গে সাংর্ঘষিক বলে রিটে উল্লেখ করা হয়েছে।

এর আগে আইনজীবী ইউনুস আলী আখন্দ মাহবুবে আলমের অ্যাটর্নি জেনারেল পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন। ২০১৭ সালে ২৪ জানুয়ারি বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ ঐ রিট সরাসরি খারিজ করে দেন।

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭