ইনসাইড গ্রাউন্ড

ফুটবলের স্বার্থে নির্বাচন করবেন না রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/02/2020


Thumbnail

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে লড়ার জন্য দুই বছরের বেশি সময় ধরে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছিলেন চট্টগ্রাম আবাহনীর সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী তরফদার রুহুল আমিন হাওলাদার। তবে নির্বাচনের দেড় মাস আগে, রবিবার সন্ধ্যায় আচমকা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন এই ফুটবল সংগঠক। যে খবর চাঞ্চল্যতা সৃষ্টি করেছে দেশের ফুটবল অঙ্গনে।

নির্বাচন না করার ঘোষণা দিয়ে বর্তমান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন রুহুল আমিন। কেন এমন সিদ্ধান্ত? আজ সোমবার দুপুরে বনানীতে নিজ ব্যবসায়িক কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে সেই প্রশ্নের জবাব দিয়েছেন তরফদার রুহুল আমিন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাফুফের নির্বাচন কেন্দ্র করে চরম অস্থিরতা তৈরি হয়েছে। কাজী সালাউদ্দিনের পক্ষের লোকজনের সঙ্গে আমার পক্ষের লোকজন নানা বিতর্কে জড়িয়ে পড়ছেন। তাই মনে হয়েছে, সভাপতি পদে আমার নির্বাচন করাটা ফুটবলের জন্য শুভ নয়। এ জন্য সভাপতি পদে দাঁড়ানো সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’

কারও চাপে পড়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি সভাপতি পদে নির্বাচন করব না। এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কোনো চাপে এ সিদ্ধান্ত নিইনি আমি। নির্বাচন করা না করা সবার গণতান্ত্রিক অধিকার। সে জন্য আমার সংগঠনের কেউ নির্বাচনে অংশ নিলেও আমি না করব না।’

তবে সভাপতি পদে নির্বাচন না করলেও নির্বাচনী মাঠ ছাড়ছেন না বলে জানিয়েছেন রুহুল আমিন। তিনি বলেন, ‘সভাপতি পদে প্রার্থী হব না বলে এই নয় যে, নির্বাচনী মাঠ ছেড়ে চলে গেছি। কারা কোন পদে নির্বাচন করবে সেটি আমরা পরে ঠিক করব।’

তবে রুহুল আমিনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা। ক্ষমতাসীন আওয়ামী লীগ দুই দিন আগে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের বদলে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীকে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পাননি, এটার কোনো প্রভাব এখানে পড়েছে কি না? জবাবে রুহল আমিন বলেছেন, ‘না, ওটা রাজনৈতিক বিষয়, এটা ক্রীড়াঙ্গনের বিষয়। দুটোর মধ্যে কোনো যোগসাদৃশ্য নেই। এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭