ইনসাইড গ্রাউন্ড

সালমাদের অনুপ্রেরণায় শুধুই আকবররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/02/2020


Thumbnail

যুবাদের বিশ্বকাপ জয়ের আনন্দ নিয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে বর্তমান এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয়ের অনুভূতি নিয়ে আরেকটি বিশ্বকাপ মিশনে নামতে যাচ্ছেন সালমা খাতুনরা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য সালমা খাতুনদের। আকবর আলীদের বিশ্বকাপ জয়কে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে বাংলাদেশ নারী দল। সম্প্রতি আইসিসির ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।

ওই সাক্ষাৎকারে সঞ্চালক বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমাকে জিজ্ঞেস করেন, বাংলাদেশের নারী দলের পক্ষে কি কোন ধরনের ইতিহাস গড়া সম্ভব? উত্তরটা দিতে গিয়েই আকবরদের প্রসঙ্গ টানলেন সালমা, ‘হ্যাঁ, অবশ্যই। আমাদের অনূর্ধ্ব-১৯ দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আমরা ওদের কাছ থেকেই অনুপ্রেরণা নিচ্ছি। আমরা তাকিয়ে আছি ভালো একটা শুরুর জন্য।’

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’ তে। যেখানে সালমারা খেলবেন স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল ৮ মার্চ।

২১ ফেব্রুয়ারি শুরু হলেও বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। পার্থে সেই ম্যাচে সালমাদের প্রতিপক্ষ ভারত। এরপর ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তৃতীয় ম্যাচ ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২ মার্চ চতুর্থ ম্যাচ একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭