ইনসাইড গ্রাউন্ড

কিপিং ছেড়ে বোলিং করছেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/02/2020


Thumbnail

মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটের সফলতম উইকেটরক্ষক ব্যাটসম্যান। উইকেটের পেছনে গ্লোভস হাতে বল ধরাতেই যিনি পরিচিত। সেই মুশফিক আজ পরিচয় পাল্টে বনে গেলেন বোলার, উইকেটের আশায় মাঝারি রান আপ নিয়ে হাত ঘুরিয়েছেন এই ব্যাটসম্যান! হ্যাঁ, এমন ব্যতিক্রমী চিত্রই দেখা গেছে আজ কক্সবাজার শেখা কামাল ক্রিকেট কমপ্লেক্স স্টেডিয়ামে।  

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে খেলতে নেমে এখন পর্যন্ত ৩ ওভার বোলিং করেছেন উত্তরাঞ্চলের হয়ে খেলা মুশফিক। যেখানে ১৭ রান খরচায় উইকেট শূন্য রয়েছেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য এর আগেও বোলিংয়ের অভিজ্ঞতা রয়েছে ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের। এই ফরম্যাটে ১২ ওভার বোলিং করে একটি উইকেট পেয়েছেন মুশফিক। এবার আবারও বল হাতে দেখা গেল জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত জয়ের জন্য পূর্বাঞ্চলের প্রয়োজন আর মাত্র ২৩ রান। তাদের হাতে রয়েছে ৯টি উইকেট। এক উইকেট হারিয়ে দলের সংগ্রহ ১৮৮ রান। মোহাম্মদ আশরাফুল ৫৯ এবং ইয়াসির আলী ৯৩ রানে অপরাজিত আছেন।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭