ইনসাইড বাংলাদেশ

ইটভাটার শিশুদের পাশে বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/02/2020


Thumbnail

বাড়তি উপার্জনের আশায় ইটভাটাগুলোতে নিজের সন্তানদের দিয়ে কাজ করায় অসহায় বাবা-মা। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হলেও জীবিকা নির্বাহের জন্য ছোট ছেলেমেয়েদের নিয়ে পাড়ি জমায় ইটভাটায়। যে সময়ে এই ছোট শিশুদের থাকার কথা খেলার মাঠে, ঠিক সেই সময়টাতেই তারা বিদ্যালয় ছেড়ে বাবা-মায়ের সাথে জীবিকা নির্বাহের জন্য কাজ করে যাচ্ছে ইটভাটায়।

সুবিধাবঞ্চিত শিশুদের একটি দিন আনন্দময় করতে বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের (বিডিও) উদ্যোগে `ইটভাটার হীরকদের সাথে একদিন` ইভেন্টটি আয়োজন করা হয়।

৭ ফেব্রুয়ারি দোহার নবাবগঞ্জের ইসলামপুর ইটভাটার শিশুদের জন্য খেলাধুলার আয়োজন করে বিভিও। খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। এছাড়াও অসহায় ১০০ শিশুদের মাঝে নতুন জামাকাপড় ও খাবার বিতরণ করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন বিভিও`র প্রেসিডেন্ট হামিম আহসান, ভাইস প্রেসিডেন্ট সোলাইমান ইসলাম নিশাদ, ট্রেজারার সোহানুল ইসলাম শাওন, পাবলিকেশন সেক্রেটারি ফারসিদ উল ইসলাম এবং সংগঠনটির ভলেন্টিয়ার শোভন সাহা, নাফরুল হাসান, শাকিল মাহমুদ, সুশান্ত সূত্রধর, ফাহিম রহমান, রায়হান সোহাগ, আবু হানিফ সৌরভ সহ আরো অনেকে।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭