ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/02/2020


Thumbnail

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন মারা গেছেন। হামলায় নিহতদের মধ্যে দু’জন পুলিশ সদস্য বলে নিশ্চিত করেছেন সিনিয়র এক পুলিশ কর্মকর্তা। বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি নষ্ট হয়েছে। এলাকা ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়।

কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির দক্ষিণপশ্চিমে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় প্রেসক্লাবের কাছে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ‌ঘটনার সময় প্রেসক্লাবের কাছে একাধিক গাড়ি দাঁড় করানো ছিল।

সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কাছে ১০টি মরদেহ পৌঁছেছে। এছাড়া আহত অন্তত ৩৫ জন সেখানে চিকিৎসা নিচ্ছেন।

কোয়েটা পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক চিমা গণমাধ্যমকে বলেন, আত্মঘাতী বোমা হামলাকারী একটি ধর্মীয় গ্রুপের সমাবেশে হামলা চালাতে চেয়েছিল। কিন্তু পুলিশ তাকে থামালে পরে সেখানেই সে বিস্ফোরণ ঘটনায়।

গত মাসে কোয়েটাতে মাগরিবের নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল। ওই সময় প্রাণহানি হয়েছিল ১৩ জনের।

বাংলা ইনাসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭