ইনসাইড ইকোনমি

দরবৃদ্ধিতে শীর্ষ ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/02/2020


Thumbnail

পুঁজিবাজারে টানা পাঁচ কার্যদিবস মূল্যসূচকের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদবসে গতকাল সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সোমবার বেড়েছে ৯৩ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে জীবন বিমা কোম্পানি। দরবৃদ্ধির তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৫টিই জীবন বিমা কোম্পানি। দরবৃদ্ধিতে শীর্ষে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ।

কোম্পানিটি সর্বশেষ ৫১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৮১৫ বারে ১৬ লাখ ৯৪ হাজার ১৯০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৪৭ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা বা ৯.৯২ শতাংশ। গতকাল শেয়ারটি সর্বশেষ ৫৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ৯.৮৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৩৩২ বারে ৮ লাখ ২১ হাজার ৪৪৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৭ লাখ টাকা।

দরবৃদ্ধিতে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেট্রো স্পিনিং, আফতাব অটোস, গ্লোডেন হার্ভেস্ট অ্যাগ্রো, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। 

ব্যাংকগুলোকে বিশেষ তহবিল যোগানোর ঘোষণার পর থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে বাজার। গত সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার এই তহবিল যোগানের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। তারপর থেকেই চাঙ্গা বাজার। গত সপ্তাহের মঙ্গলবার থেকে চলতি সপ্তাহের সোমবার- এই পাঁচ কার্যদিবসে ডিএসইএক্স প্রায় ৪০০ পয়েন্ট বেড়েছে। তিনশ কোটির ঘর থেকে লেনদেন প্রায় হাজার কোটি টাকায় উঠেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইএক্স ৩৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৬৮ দশমিক ১৩ পয়েন্টে।

৯৭৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের অংক ছিল ৯১৬ কোটি ২৫ লাখ টাকা। সোমবার সিএসই’র প্রধান সূচক সিএএসপিআই ৯২ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫২৯ দশমিক ৯৩ পয়েন্টে।

৩২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। রোববার লেনদেনের পরিমাণ ছিল ৩০ কোটি ৮ লাখ টাকা।

সোমবার ডিএসইতে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৯৯ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির।কমেছে ১২৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে সিএসইতে লেনদেন হয়েছে ২৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫ টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭