ওয়ার্ল্ড ইনসাইড

ভারত সফরে ট্রাম্পের খাবারের তালিকায় কি থাকছে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/02/2020


Thumbnail

 

দু’দিনের সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই দিনই মাত্র তিন ঘন্টার জন্যে আহমদাবাদ যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের। সেখানে তাকে স্বাগত জানাতে ভারতীয় মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা খরচ করা হচ্ছে।

খাবারের আয়োজনে থাকছে ট্রাম্পের পছন্দের সব খাবার। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে নীচের মেন্যুগুলোই থাকছে ট্রাম্পের ভারত সফরে।

চকলেট শেক, সঙ্গে ডায়েট কোক।ফিলেট টু ফিশ স্যান্ডুইচ খেতে ভালবাসেন তিনি। বেকন অ্যান্ড এগ, সঙ্গে সি-ফুড। যেকোনো ধরণের স্টেক খেতেও বেশ ভালোবাসেন মার্কিন প্রেসিডেন্ট।

তার পছন্দ অনুযায়ী তালিকায় রয়েছে ম্যাক ডোনাল্ডের বিগ ম্যাক। তার পছন্দের তালিকায় রয়েছে পিৎজাও। কেএফসি’র চিকেন ফ্রায়েড বাকেট। আলুর চিপসও খেতে পছন্দ করেন তিনি।

খাবারের শেষে চকোলেট কেক বা চেরি ভ্যানিলা আইসক্রিম পছন্দ করেন তিনি। তবে কফি, চা এবং মদ অপছন্দ তার। তাই এই ধরণের পানীয় থাকছে না তার খাবারের মেন্যুতে।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭