ওয়ার্ল্ড ইনসাইড

৩৪ ঘন্টার ভারত সফরে ট্রাম্পের যত কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/02/2020


Thumbnail

দু’দিনের সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এই বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত প্রস্তুতি একেবারে তুঙ্গে। কিন্তু কি কর্মসূচী হতে চলেছে ট্রাম্প দম্পতির? দেখে নিন এক নজরে।

২৪ ফেব্রুয়ারি, আহমেদাবাদ

– ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের বিমান ২৪ ফেব্রুয়ারি বেলা ১২টা নাগাদ আহমেদাবাদ এয়ারপোর্টে অবতরণ করবে। তাদের স্বাগত করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

– এরপর সবরমতি আশ্রমে ১৫ মিনিট সময় কাটাবেন ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প। সেখানে তাকে কিছু উপহার দেওয়া হবে।

– সবরমতি আশ্রম থেকে সদ্য নির্মিত মোতেরা স্টেডিয়াম অবধি ২২ কিমি দীর্ঘ একটি পথযাত্রায় থাকবেন ট্রাম্প দম্পতি ও মোদী।

– বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করবেন মোদী ও ট্রাম্প। সেখানেই হবে ‘নমস্তে মোদী’ কর্মসূচী, যেখানে অসংখ্য বলিউড সুপারস্টার উপস্থিত থাকবেন।

– সকল অনুষ্ঠান শেষ হলে মধ্যাহ্নভোজনে বসবেন মোদি-ট্রাম্প।

 ২৪ ফেব্রুয়ারি, আগ্রা

– মধ্যহ্নভোজনের পর ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প আগ্রার উদ্দেশ্যে রওনা দেবেন।

– বিকেল ৫টা নাগাদ, দুজনেই তাজ মহলে থাকবেন এবং ৪৫ মিনিট থাকবেন।

– এরপর দুজনেই দিল্লির উদ্দেশ্যে যাবেন।

 ২৫ ফেব্রুয়ারি, নয়াদিল্লি

– সফরের দ্বিতীয় দিন দিল্লিতে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন ট্রাম্প দম্পতি। তাদের সকাল দশটায় রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানানো হবে। স্বাগত জানাবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

– সকাল ১০.৪৫ নাগাদ ট্রাম্প দম্পতি রাজঘাটে যাবেন এবং মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করবে।

– সকাল সাড়ে এগারোটায় দিল্লির হায়দ্রাবাদ হাউসে আলোচনায় বসবেন নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে দিল্লির সরকারি স্কুল পর্যবেক্ষণে যাবেন মেলানিয়া ট্রাম্প।

– দুপুর তিনটের সময় ডোনাল্ড ট্রাম্প মার্কিন দূতাবাসে যাবেন। সেখানে দেশের বড় ব্যবসায়ীদের সাথে দেখা করবেন তিনি।

– রাত আটটায় রাষ্ট্রপতি ভবনে বিশেষ নৈশভোজনের আয়োজন করা হবে ট্রাম্প দম্পতির জন্য।

– রাত দশটায় জার্মানির উদ্দেশ্যে বিমানে রওনা দেবেন ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭